আজ কোজাগরী পূর্ণিমা। মা লক্ষ্মীর আরাধনা চলছে বাড়িতে বাড়িতে, দোকানে-বাজারে... জানলার বাইরে অন্ধকার আকাশ মাঝে মাঝেই আলোকিত হয়ে উঠছে নি:শব্দ আলোর ফুলঝুরিতে...অনেকদূর অব্দি উঠে যাচ্ছে ছুঁড়ে দেওয়া বাজি, ঝুরঝুরে আলো যেন ঝরে ঝরে পড়ছে আর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকার আকাশে...
টুনিবাল্বগুলো ঝিকমিক ঝিকমিক জ্বলছে নিভছে জানালায়, বাড়ির বারান্দায়।। আনন্দ আনন্দ।। সবাই মেতেছে আনন্দে। উত্সবে। এমনও সন্ধ্যায়