ভেস্তে গেল কলকাতা বইমেলা। আপাতত। হ্যাঁ। আপাতত শব্দটাই ব্যবহার করলাম কারণ শুনছি বইমেলা নাকি হবে। ১লা মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত। কিন্তু এগুলো সবই শোনা কথা। আলোচনা চলছে। চেষ্টাও চলছে প্রকাশক, বই বিক্রেতা ও বইপাগল জনতাকে সন্তুষ্ট করার জন্যে একটা মেলা করার।
প্রধান আসামী হাইকোর্ট। দ্বিতীয় আসামি সেনাবাহিনী, তৃতীয় আসামী পরিবেশ রক্ষায় আগ্রহী জনতার একাংশ। এবং লাষ্ট বাট নট দ্য লিষ্ট 'গিল্ড'। কলকাতা