দেওয়ালেতে পোস্টার ভরা তাতে শাসানি
ভোট দিলে চোট পাবে এই চোখ রাঙ্গানি
হাথে হাথে রাইফেল বোমা আর পিস্তল
ভন্ড বিপ্লবীরা করে দিল রসাতল
গরীবের দরদীরা গরীবের প্রান নেয়
সকালেতে তড়িঘড়ি সব পিট্টান দেয়
যায় তারা ওড়িশাতে যায় ঝাড়খন্ড
বিপ্লবী বুলি সুধু আসলেতে ভন্ড
যেখানেতে টাকা পাবে সেথা জনযুদ্ধ
সুবিধের ইস্যু দিলেই হয়ে যাবে খুব্ধ
ভরে দিছে আঙ্গিনা বিষফুল ফুটিয়ে
তারি মধু খায় দেখ হাথে হাথ মিলিয়ে
ভোটে এসে লড়ে যাবে সে তো নেই ক্ষমতা
চাষি মেরে এদের হয় কৃষিপ্রেমি মমতা
আর আছে ল্যান্ড মাইন্ সবখানে পাতা যা
সব কিছু ভেঙ্গে দেবো কয় খেয়ে জল আদা
চায় নাকো বাতি জল চায় নাকো প্রগতি
লেনিন মার্ক্স কে ছেড়ে কয় দেখ ও দিদি!
কলকাতার দিদি হোক কিবা দাদা দিল্লীর
টাকা পেলে পা চাটা কাজ এই বিল্লীর
তাই বলি কেউ যদি বিপ্লবী ভাড়া চাও
এনারা সদাই আছে টাকা সুধু ঢেলে যাও
সুত্রঃ http://www.siddharthya.info