সুমনা মান্ডি কে মনে রেখে ~ জয় ব্যানার্জী
একটু থামি, চলতে চলতে,
একটু থামার জন্য।
ঊষর মাটি, ধুসর আকাশ,
ছিলো তো আমার ই জন্য,
একটু থামি, পিছন ফিরি,
তোমায় দেখতে চেয়ে,
পিছনে জ্বলছ উতাল আগুনে,
পুড়ছি, তোমার মেয়ে।
চার বছরের অঙ্গার আমি,
তোমার ছোট্ট 'সুমি',
চিৎকার করি,
মা-মাগো-মা,
কেন এত উজ্জ্বল তুমি?
আমি থেমে থাকি, মা থেমে থাকে,
জ্বলছে জন্মভুমি।
হাহাকার বুকে, বাবা আমার
বুক চাপড়িয়ে কাঁদে,
তোমার পোড়া, কংকাল হাত,
রাখলে আমার কাঁধে।
হাত ধরেছো মা? চলো এইবারে
পিছে থাক যারা বন্য
শেষবার থামি, আঙ্গার গায়ে,
বৃষ্টি মাখার জন্য
কারা যেন উল্লাসে মেতেছিল - এই ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র :
১
২