Related Posts Plugin for WordPress, Blogger...

মেঝেন ~ সোমনাথ চট্টোপাধ্যায়

অই যে
অই ধান্যের মাঠ্যের শেষ্যা
অই যে সেই শাল পিয়ালের বন্যে
লজ্জ্যা পেয়্যা মুখ লুকাঁইছিল্যি
ভুল্যে গেছিস কেনে?
মারাংবুরুর থানে, রাতের বেল্যা
মাদল বাজাঁইছিলাম
তোরা নাচতেছিলি, ফসল কাটার পর্যেয়
নারান কিস্কু ধর্যে ছিল হাত
মুখটি মুই ছিলাম চুপটি কর্যেয
সায় দেছিলি ঘাড় হেলায়েঁ
মন্যে আছে, জল্যে মোর
চোখটি ছিল্য ভরে
পঞ্চায়েতের ঘর্যে তখ্যন
নারান উঠতি নেত্যা
লাল পার্টির আঞ্চলিকের
লতুন সভ্যাপত্যি
মোরে শুধু ডাক দেছিল সেদিন
ঝান্ডা নিয়্যা মিছিল কর্যালর ঠেঙ্গে
দিন গুলান কুথায় যেছে চল্যে
তর কাল্য চুল্যে সাদ্যা রঙের ছাপ
মোর মুখ্যের কাটাকুটির দাগ
বয়স খানা দেছে মোর বল্যে
গাঁয়ে এখন কার্যা যেন আস্যে
রাতের বেল্যা চুপিসাড়ে
ফিসফিসিয়ে শলা করে কত
নারান এখ্যন প্রধান হইঁছে
মোটোর গাড়ি চাপ্যে
নারান এখ্যন ঝান্ডা উড়ায়
তেরঙ্গা - ফুল ছাপ্যে
মোর নামে হুলিয়া দেছে
লাল পার্টির সনে
হাঁটলে পরে নারান কিন্তু
খবর দেব্যে বনে
শালকো সরেন, ফাগু বাস্কে
শোন্যেনি কথা, মান্যেনি
লাশ হয়েঁ যেঁছে
তর খোঁপায় গোঁজা লাল পলাশ ফুল
মেঝেন, মুই পলাশ রঙে আছি
বল্যিস গিয়ে নারান কে তুই
লাল পার্টির নিশান ধরি
য্যে কট্যা দিন বাঁচি

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks