আমায় যদি স্বপ্ন দেখিস ঘুমে
স্বপ্নে তবে একটু ধরিস হাত
স্বপ্নে যেন স্বপ্ন বাধা না পায়
স্বপ্ন-ভোরে কাটে যেন রাত
যখন ভাবি আশা নেইকো আর
জীবন যখন মুখটি ফেরায় রোজ
স্বপ্ন দেখা জানবি অনেক বাকি
স্বপ্নে নতুন পথগুলো তুই খোঁজ
স্বপ্ন গুলো অনেক রকম হয়
ভোটের স্বপ্নে, জোটের স্বপ্নে দেশ
আমার স্বপ্নে লাল-কেল্লায় ওই
লাল ঝান্ডা উড়বেই শেষ-মেষ