শনাক্ত করে দেখি
পড়ে আছে বৃষ্টিভেজা লাশ
অচেনা নিকটআত্মীয়দের
পাশাপাশি।
তোমার গর্ভে পৃথিবীর আলো না দেখা
আমাদেরই সন্তান।
পৃথিবী চলেছে তার
নিজের নিয়মে
কোনো হেলদোল নেই তার,
আর আমি ভাবছি
দাহ করতে হবে,
তোমাদের দুজনকেই।
(খবরের কাগজের একটা ছোট্ট খবর থেকে নেওয়া)
পড়ে আছে বৃষ্টিভেজা লাশ
অচেনা নিকটআত্মীয়দের
পাশাপাশি।
তোমার গর্ভে পৃথিবীর আলো না দেখা
আমাদেরই সন্তান।
পৃথিবী চলেছে তার
নিজের নিয়মে
কোনো হেলদোল নেই তার,
আর আমি ভাবছি
দাহ করতে হবে,
তোমাদের দুজনকেই।
(খবরের কাগজের একটা ছোট্ট খবর থেকে নেওয়া)