ইউনিভার্সাল ট্রাভেলসের সেই বিজ্ঞাপন ‘ছোট হয়ে আসছে পৃথিবী’-র সময় থেকেই পৃথিবী ছোট হতে শুরু করেছিল বা হয়ত তারও আগে থেকে। আমি জানতে পারিনি। অনেক বড় পৃথিবীতে তখন সকলেই সকলকে চিঠি লিখত। কেউ সাদা কাগজে, কেউ রুল টানা খাতার পাতা ছিঁড়ে তো কেউ রঙিন ফুল-পাতা হৃদয়ছাপ রাইটিং প্যাডে। কেউ চিঠি লিখত বিচিত্রার ব্যক্তিগত বিজ্ঞাপন কলামে, ছোট্ট ছোট্ট চিরকুট, খোলা চিঠি পাঠকের উদ্দ্যেশ্যে। সে সব চিঠির জবাবও আসত,