কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রিয়াকথা ছিল সঙ্গে নিব , সঙ্গে আমায় নাহি নিল গো
কথা ছিল সঙ্গে নিব , সঙ্গে আমায় নাহি নিল গো আমারে একেলা থুইয়া ,আমারে একেলা থুইয়া
কিল কথায় গিয়া , জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রইয়াঘর বান্ধিব সকির সনে , কত আশা ছিল মনে গো
ঘর বান্ধিব সখির সনে , কত আশা ছিল মনে গো
ঘর বান্ধিব সখির সনে , কত আশা ছিল মনে গো
বান্গিলো অধরের জোড়া , বান্গিলো অধরের জোড়া
কি যে গেল হইয়া , জ্বলে রইয়া রইয়া
কি যে গেল হইয়া , জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জলে রয়িয়া রইয়া কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জলে রয়িয়া রইয়া