Related Posts Plugin for WordPress, Blogger...

নীল আকাশ ছুঁতে পারি যদি তুমি চাও

নীল আকাশ ছুঁতে পারি  যদি তুমি চাও
ওই মেঘ হতে পারি যদি তুমি চাও
সুধু কথা দাও ভুলে যাবে না
একটু দুক্ষ আমায় ছুবে না
এই পৃথিবীর  বিনিময়ে
আমায়  কখনও ছেড়ে  যাবে  না
ভালোবেসে  যেতে  পারি  যদি  তমি  চাও
এই  জীবন  দিতে  পারি  যাও  নিয়ে  যাও
সুধু  কথা  দাও  ভুলে  যাবে  না
একটু  দুক্ষ  আমায়  ছুবে  না
এই  পৃথিবীর  বিনিময়ে  ও
আমায়  কখনও  ছেড়ে  যাবে  না
আজ  মন  ছুটেছে  সুখের  বাড়ি
দুখের  সাথে  দিয়ে  আরি
চল  সীমানা  দেব  পারি
বাধা  যে  মানব  না
আশ  ভালবাসার  ছায়া  তলে
মন  ভেচাব  সুখের  জলে
ভয়  যে  আর  করি  না
নীল  আকাশ  ছুঁতে  পারি
যদি  তমি  চাও
ওই  মেঘ  হতে  পারি
যদি  তমি  চাও
সুধু  কথা  দাও
ভুলে  যাবে  না
একটু  দুখ  আমায়  দিবে  না
এই  পৃথিবীর  বিনিময়ে  ও
আমায়  কখনও  ছেড়ে  যাবে  না
দেখো  রাত  চুতেসে  চাদের  বাড়ি
মনের  মাঝে  স্বপ্ন  তরী
সব  আলোতে  দিব  ভরে  আধার  যে  লাগবেনা
সেই  স্বপ্নের  কথা  সত্যি  হলে
মন  সাজাব  ফুলে  ফুলে
ঘুম  যে  আর  হবে  না
নীল  আকাশ  ছুঁতে  পারি
যদি  তুমি  চাও
ওই  মেঘ  হতে  পারি  যদি  তুমি  চাও
সুধু  কথা  দাও  ভুলে  যাবে   না
একটু  দুক্ষ  আমায়  ছুবে  না
এই  পৃথিবীর  বিনিময়ে  ও
আমায়  কখনও  ছেড়ে  যাবে  না
ভালোবেসে  যেতে  পারি
যদি  তমি  চাও
এই  জীবন  দিতে  পারি
যাও  নিয়ে  যাও
সুধু  কথা  দাও
ভুলে  যাবে  না
একটু   দুক্ষ  আমায়  ছুবে  না
এই  পৃথিবীর  বিনিময়ে  ও
আমায়  কখনও  ছেড়ে  যাবে  না

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks