ভেবেছে অন্য এক মন, লিখেছে অন্য কলম অথচ কি নির্ভুলভাবে আমার কথাগুলো লেখা হয়েছে! দুটো অক্ষরের তফাৎ শুধু ছিল, ঘুচিয়ে দিলাম...
কখনো ভাবিনি এত
তাড়াতড়ি
এত কিছু হয়ে
যেতে পারে
ভাবিনি, এই
তুমি আমি যখন,
ধরা যাক্, সেই
ছোট্ট ঘরটায়
নানান রঙের
গল্পে মশগুল
দরজায় আড়ি পেতে
বিষণ্ণতা
আমার বিষণ্ণতা
অট্টহাসিতে
দমকে দমকে
কেঁপে উঠছিল।
জানলার শার্সিও
কেঁপে যাচ্ছিল সমানে।
অথচ, কি
অদ্ভূত,