মেঘের পরে মেঘ জমেছে...
হয়ত জানতাম। চেতনে নয়, অবচেতনে। জানতাম। তাই এই অসময়েও একবার ডাকবাক্স খুললাম, এসেছে কি সেই দস্যির কোনো চিঠি? দেখলাম, এসেছে। চেতনে, অবচেতনে। আজ গত তিন দিন ধরে
অবিরাম বৃষ্টি ধারার মত...
বিচালি ঘাট, রাম কৃষ্ণপুর ঘাট এখন ধোঁয়া
ধোঁয়া হয়ে আছে। ষ্টিমার ঘাটে একটা লঞ্চ দাঁড়িয়ে। ছাড়ব ছাড়ব করেও ছাড়ছে না।
ভরা বর্ষার মাদকতায় নেচে ওঠা গঙ্গার ছন্দে ছন্দ মিলিয়েছে সে। এখন দ্বিতীয়
সেতু থেকে অবনী মলের