আমি যত বেশী ভালবাসি তোমায়
তার চেয়ে বেশী ভালবাসতে চাই ।
আমি যত বেশী কাছে আসি তোমার
তার চেয়ে বেশী কাছে আসতে চাই ।
তার চেয়ে বেশী ভালবাসতে চাই ।
আমি যত বেশী কাছে আসি তোমার
তার চেয়ে বেশী কাছে আসতে চাই ।
ভালবেসে আমাকে নাও জড়িয়ে
তোমার প্রেমের ছুয়াতে দাও রাঙিয়ে ।
ভালবেসে আমাকে নাও জড়িয়ে
তোমার প্রেমের ছুয়াতে দাও রাঙিয়ে ।
সকালে সোনা রোদ প্রতিদিন
আমার ঘুম ভাঙ্গায় ।
চোখ মেলেই এই হৃদয়
তোমারই পরশ পেতে চায় ।
সকালে শোনা রোদ প্রতিদিন
আমার ঘুম ভাঙায় ।
চোখ মেলেই এই হৃদয়
তোমারই পরশ পেতে চায় ।
ভালবেসে আমাকে নাও জড়িয়ে
তোমার প্রেমের ছুয়াতে দাও রাঙিয়ে ।
ভালবেসে আমাকে নাও জড়িয়ে
তোমার প্রেমের ছুয়াতে দাও রাঙিয়ে ।
প্রেমের হওয়াতে এই মন
জুড়ালেগো হয় ।
তবু এই মন জুড়েনাতো
যদি কাছে না পাই তোমায় ।
প্রেমের হওয়াতে এই মন
জুড়ালেগো হয় ।
তবু এই মন জুড়েনাতো
যদি কাছে না পাই তোমায় ।
ভালবেসে আমাকে নাও জড়িয়ে
তোমার প্রেমের ছুয়াতে দাও রাঙিয়ে ।
ভালবেসে আমাকে নাও জড়িয়ে
তোমার প্রেমের ছুয়াতে দাও রাঙিয়ে । । । । । ।