এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা,
হাত বাড়ালেই চাই,
আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল,
ভাঙছে আওয়াজ ঘুম
বুনতে বুনতে ফুরোয় সময়,
গুনতে গুনতে দিন...
এই তো আমি চাই...
এভাবেই চল খেলি, আমাকে যা খুসি ডাকিস,
ঘাস ছুলে পা দুটো, কেন তুই চোখ বুঁজে থাকিস?
আমিও আদরে পড়ছি ধরা...
আমিও আদরে পড়ছি ধরা...
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা...
চল এবার ফিরে যাই, মেখে দেখি শহর-গলি,
শোরগোলে মুখ তুলে তোকে ঠিক কোন কথা বলি?
আমিও আদরে পড়ছি ধরা...
আমিও আদরে পড়ছি ধরা...
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা...
হাত বাড়ালেই চাই...
আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল?
ভাঙছে আওয়াজ ঘুম
বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন...
এই তো আমি চাই...