Title : Projonmo 2012 (প্রজন্ম-২০১২)
Artist : Warfaze
Album : Shotto
Download : Download Warfaze - Projonmo 2012
Warfaze - Album Sotto
না শুনি তোমার কানে
না তাকাই তোমার পানে
না দেখি তোমার চোখে
চোখ রাঙিয়ে তাকাও কেন তুমি
হাঁটিনা আমি তোমার পথে
সখ্যতা নেই তোমার সাথে
না চলি তোমার মত
সমস্যা তোমার আমার তো নয়
গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ যেখানে
পিছে ফেলে সকল অনিয়ম, যে সমাকে সবাই সমান
জানো তোমার দিন হবে শেষ
তবুই তোমার এই বিদ্বেষ
না পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে
হতে পারে ভিন্ন মোদের ভুবন চালচলন
হতে পারে ভিন্ন মোদের কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা, ভিন্ন মোদের মন
তাই বলে মানবো নাতো কটাক্ষ সারাক্ষণ
আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন সমাজ
জেগে ওঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ
আমরা নতুন প্রজন্ম আনবো সংস্কার
আমরা নতুন প্রজন্ম ভাঙবো কুসংস্কার
বাঁকা হাসি তোমার চোখে, শঙ্কিত মোদের দেখে
ছিলে অটল তোমার যুক্তিতে, আজ কেন নড়েচড়ে তোমার মন।
লিরিক্স সংগ্রহ: এইখান থেকে