Related Posts Plugin for WordPress, Blogger...

Ami tarar moto jolbo

আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?

তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।

আমি মেঘের মত একা,
আর তোমার সাথে দেখা,
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাব আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায়, কে আটকায়?

তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks