Related Posts Plugin for WordPress, Blogger...

mone porle okaron

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিমঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ
মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।

লাস্ট ট্রেন হলে মিস
তোর কাছে করি আব্দার
একজোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার
রাতজাগা নাকি
তোর ঘুমে পাঠালাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।

এই বাসস্টপ কেউ নেই
তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের তুই হলি
খোলা আসমান
ভর দিয়ে তোর ডানায়
নতুন উড়াল দিলাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks