জ্বরের ঘোরে যখন
শুয়ে থাকতাম,
ভাবতাম এই
বুঝি তুমি আসবে,
আমার পাশে বসবে।।
তুমি আসো নি।।
যেদিন
তুমি জানলে আমি কঠিন
রোগ নিয়ে এই
পৃথিবীতে বেচেঁ আছি,
সেদিন থেকে তোমার
সত্যিকার
ভালোবাসা উপলদ্ধি করলাম।।
মনে হতে লাগলো,
এখনো মানুষ
চিনতে পারি নি আমি।।
আমি তোমার
সাথে নিজে থেকে যোগাযোগ
বন্ধ করে দিলাম।।
ভেবেছিলাম তুমি ফোন
দিয়ে বলবে,
আমি ফিরে এসেছি,
তোমার
কাছে ফিরে এসেছি।।
তুমি আসো না,
ফিরে তাকাও নি,
জানি ফিরে তুমি আসবে না কখনো...
শুয়ে থাকতাম,
ভাবতাম এই
বুঝি তুমি আসবে,
আমার পাশে বসবে।।
তুমি আসো নি।।
যেদিন
তুমি জানলে আমি কঠিন
রোগ নিয়ে এই
পৃথিবীতে বেচেঁ আছি,
সেদিন থেকে তোমার
সত্যিকার
ভালোবাসা উপলদ্ধি করলাম।।
মনে হতে লাগলো,
এখনো মানুষ
চিনতে পারি নি আমি।।
আমি তোমার
সাথে নিজে থেকে যোগাযোগ
বন্ধ করে দিলাম।।
ভেবেছিলাম তুমি ফোন
দিয়ে বলবে,
আমি ফিরে এসেছি,
তোমার
কাছে ফিরে এসেছি।।
তুমি আসো না,
ফিরে তাকাও নি,
জানি ফিরে তুমি আসবে না কখনো...