Related Posts Plugin for WordPress, Blogger...

বইছে স্বপ্নের মেলা, সব দেখা হলো সাড়া, পূর্ণ করবি তো আয়, আমারি এ অবেলায়


এক একটা রাত আসে আর ঘড়ির কাটার মত টিক টিক করে চলতে থাকে অপেক্ষার কাটা
সারারাত চেয়ে থাকি ফোনের দিকে...
কখন দেখাবে "মেসেজ ডেলিভার্ড"
কিংবা একটা ছোট্ট মেসেজ , "কেমন আছ নীল? তুমি কি ঘুমিয়ে পড়েছ ?"
হটাত ই কখন যেন ঘুমিয়ে পড়ি
ঘুম ভাংতেই হাতড়ে খুঁজে বের করি ফোন টা
আর খুজতে থাকি নটিফিকেশন, মেসেজ , মিসড কল, কিংবা কে জানে কি খুঁজি...
এভাবেই সময় কেটে যায় সময়, দিন গুলো কাটে ব্যাস্ততায় , তার মাঝেই হয়ত আনমনে লিখে ফেলি কোন ছোট্ট মেসেজ "খুব মিস করছি তো, কোথায় তুমি??"
আর হয়ত অজান্তেই পাঠিয়ে দেই একটি চিরচেনা নাম্বারে
কিংবা ইচ্ছে করেই হয়ত শুনি একটি মিষ্টি মেয়েলি কন্ঠ, "আপনার কাংখিত নাম্বার টি" একবার , বারবার অনেকবার
মাঝে মাঝে ভালোই লাগে শুনতে
নিঝুম বিকেলে শূন্যতার মাঝে হটাত ইনবক্স থেকে খুঁজে পাওয়া একটা মেসেজ ই হারিয়ে দেয় অজানায়, স্বপ্ন দেখায়, স্বপ্ন আঁকায়, মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি অদ্ভুত আমিও আকি স্বপ্ন...
আর বাস্তবে এনে দেয় হয়ত দরজায় কড়া নক কিংবা ছুটতে থাকা কোন গাড়ীর হর্ণ...
ঢাকা শহরের এই জিনিষ টা আমার ভালোই লাগে, হটাতি চমকে উঠি, তারপর হেসে উঠি মনের অজান্তেই...
 হটাত ই এক সময় ফোন আসে, তার মিষ্টি কন্ঠে বলে, কেমন আছ নীল.. তারপর যেন সব স্বাভাবিক, কিচ্ছু হয়নি কোথাও, হাসি গল্প লুকোচুরি ঠিক যেন কোন শিল্পীর ছবি আঁকার খাতাটার একটার পর একটা উলটে যাচ্ছে পাতা, দেখে মনে হয় ঠিক কোথায় যেন লেখা

"বইছে স্বপ্নের মেলা
সব দেখা হলো সাড়া
পূর্ণ করবি তো আয়
আমারি এ অবেলায়"

চারিদিকে যেন সুখের ছড়াছড়ি, ঠিক পর মুহুর্তেই আবার সেই লুকানো আর্তনাদ , "প্লিজ যেওনা প্লিজ, প্লিজ আর একটু থাকো, একটু..."
তারপর আবার অজানা, একাকী রাত, ক্লান্ত দুপুর
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks