সবাই তো জানো কষ্টের রঙ নীল
কেউ কি জানো সুখের রঙ কি?
সুখের রঙ হচ্ছে সাদা
আসলে সুখ কোন একক নয়
হাসি, রাগ, অভিমান অশ্রু, কষ্ট, স্মৃতি, আনন্দ
এ সব কিছু নিয়েই আসলে সৃষ্টি হয় সুখ
ঠিক যেমন টা রংধনুর সব রঙ মিলে হয় সাদা
রংধনুর এক একটা রঙ হচ্ছে এক একটা অনুভূতি
আর সব মিলে হয় সুখ
তাই সুখের রঙ হচ্ছে সাদা