হারিয়ে যাই অসীমে
স ম আজাদ
তুমি হঠাৎ এসেছিলে ধূমকেতুর মতন
তোমার ক্ষণিক উপস্থিতি
আমার হৃদয়ে বইয়ে দিয়েছিলো আলোর ঝর্ণাধারা
আমার হৃদয় সিক্ত করেছিল জোছনা দিয়ে
তোমার অনুপম মুখশ্রী, স্থিতধি কেশদাম, খর্বাকৃতি দেহ
আমার নিউরনে তোলে ঝড়
আর
আমায় শার্লি টিলটনের কথা মনে করিয়ে দেয়
আমায় নিয়ে যায় আশির দশকে ডালাস সিরিজের মগ্নতায়
তোমার কাজল-কালো চোখের গভীরতা
আমায় নিমজ্জিত করে গভীর প্রশান্ত মহাসাগরের নীলে।
আমি নিমজ্জিত হই
আমি নিমজ্জিত হই
হারিয়ে যাই অসীমে।