নপুংসক মন
স ম আজাদ
নজরুল তোমার ‘বিদ্রোহী’
আমাকে উজ্জীবিত করে না
সকল অন্যায় দেখি শুনি
প্রতিবাদ করি না।
পুঁজিতান্ত্রিক জোয়ালে আত্মসমর্পিত
আমি গায়ত্রী স্পিভাকের সাবঅলটার্ন।
হিমালয় সমান ক্ষোভে-বিক্ষোভে
বিদ্রোহী হতে পারিনা।
গেরিলা প্রোডাকশনের চে আমাকে আলোড়িত করে
বিপ্লবে উজ্জীবিত করে না।
মধ্যবিত্ত সুবিধাতান্ত্রিক মন আমার
প্রাক্সিস মার্কসবাদী হতে পারিনি।
আমি কাফকার আরশোলায় রূপান্তরিত
শ্রেণীচ্যুত হতে ব্যর্থ।
হায় মধ্যবিত্ত নপুংসক মন আমার!
স ম আজাদ
নজরুল তোমার ‘বিদ্রোহী’
আমাকে উজ্জীবিত করে না
সকল অন্যায় দেখি শুনি
প্রতিবাদ করি না।
পুঁজিতান্ত্রিক জোয়ালে আত্মসমর্পিত
আমি গায়ত্রী স্পিভাকের সাবঅলটার্ন।
হিমালয় সমান ক্ষোভে-বিক্ষোভে
বিদ্রোহী হতে পারিনা।
গেরিলা প্রোডাকশনের চে আমাকে আলোড়িত করে
বিপ্লবে উজ্জীবিত করে না।
মধ্যবিত্ত সুবিধাতান্ত্রিক মন আমার
প্রাক্সিস মার্কসবাদী হতে পারিনি।
আমি কাফকার আরশোলায় রূপান্তরিত
শ্রেণীচ্যুত হতে ব্যর্থ।
হায় মধ্যবিত্ত নপুংসক মন আমার!