Related Posts Plugin for WordPress, Blogger...

সখী ভাবনা কাহারে বলে - রবীন্দ্রনাথ ঠাকুর




সখি,ভাবনা কাহারে বলে-
সখি,যাতনা কাহারে বলে?
তোমরা যে বলও দিবসও রজনী-ভালবাসা ভালবাসা।
সেকি কেবলই যাতনাময়,সেকি কেবলই চোখের জল,সেকি কেবলই দুখের শ্বাস!
লোকে তবে করে কি সুখেরী তরে এমন দুখের আশ!
আমার চোখে তো সকলই শোভন,সকলই নবীন,সকলই বিমল-
সুনীল আকাশ,শ্যামল কানন,বিষাদ জোছনা,কুসুমও কোমল
সকলই আমার মত তারা-কেবলই হাসে কেবলই গায়...
হাসিয়া-খেলিয়া মরিতে চায়,না জানে বেদন,না জানে রোদন
না জানে শাদের যাতনা যতন...
ফুল সে হাসিতে হাসিতে জরে,জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা তে আগে কায়।
আমার মত সখি কে আছে,আয় সখি আমার কাছে।
সখি হৃদয়য়ের সুখের গান,শুনিয়া তোদের জুড়াবে প্রান-
প্রতিদিন যদি কাঁদবি কেবল একদিন নয় হাসিবি তোরা,
একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks