স্মৃতি ও স্বপ্ন ২ [কাভার]
Title : স্মৃতি ও স্বপ্ন ২ [কাভার]
Artist/Band Name : LosPic
Band Facebook Page : facebook.com/ad.sylhet
কুয়াশার চাদর ছিড়ে, তোমার খোজে একলা হেটে চলা
দেখা হবার পরেও তোমায় হয়নি কিছুই বলা (২)
আবার দেখা হলে কোন শীতে
ঐ যে সেই ছোট্ট চেনা পথে
মনে পড়ে যাবে বন্ধু সেই রাতের কথা (২)
নিঝুম কুটিরের দুয়ার
আগুনের পাশে মুখোমুখি মোরা
জেগে ছিলো স্বপ্নের দু চোখ ইচ্ছে বাধনহারা (২)
আবার দেখা হলে কোন শীতে
ঐ যে সেই ছোট্ট চেনা পথে
মনে পড়ে যাবে বন্ধু সেই রাতের কথা...