গোপন অঙ্গে ও এরআশেপাশের স্থানে দুর্গন্ধ হওয়াকেবল নারীদের সমস্যা নয়, অসংখ্যপুরুষও এই সমস্যায় ভুগেথাকেন। বিশেষকরে গরম এলে যেনএই দুর্গন্ধের অত্যাচার আরও বাড়ে।নিজের সমস্যা তো হয়ই, পোশাকেও হয়ে যায় বাজেগন্ধ, প্রিয় মানুষটির সামনেওপড়তে হয় লজ্জায়।কী করবেন? জেনে নিনগোপন অঙ্গের দুর্গন্ধ মোকাবেলার৭টি ভীষণ সহজ ওকার্যকর উপায়।
১) গরমের সময়টা বলাইবাহুল্য যে আমরা অনেকবেশী ঘামি। ফলেগোপন অঙ্গের স্পর্শকাতর জায়গায়ব্যাকটেরিয়ার সংক্রামন বাড়ে ও গন্ধওবাড়ে। এইঅবস্থা প্রতিরোধ করতে প্রথমেই সিনথেটিকঅন্তর্বাস পরা একেবারেই বাদদিন। পাতলাসুতির অন্তর্বাস পরিধান করুন।
২) অন্তর্বাস দিনে কমপক্ষে দুবারবদল করুন এবং একঅন্তর্বাস একবারের বেশী পরবেন না। একবারপরেই ধুয়ে দিন।
৩) দিনে অন্তত ২/৩ বার গোপনঅঙ্গ হালকা গরম পানিও অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান দিয়ে ধুয়েপরিষ্কার করে নিন।পরিষ্কার করে ধুয়ে, ভালোকরে মুছে তারপর পোশাকপরবেন।
৪) নিজের অন্তর্বাস ধোয়াহলে ডেটল বা স্যাভলনমেশানো পানি দিয়ে ধুয়েনিন। তারপরচিপে রোদে শুকাতে দিন। এইঅন্তর্বাস অনেকটা সময় আপনাকেব্যাকটেরিয়ার সংক্রমন মুক্ত রাখবে।আপনি চাইলে পানিতে স্যাভলনবা ডেটল মিশিয়ে সাথেতুলো ডুবিয়ে গোপন অঙ্গেরআশেপাশের এলাকা যেমন থাইও কুঁচকি মুছে নিতেপারেন। এতেওউপকার পাবেন।
৫) বেকিং সোডা দুর্গন্ধেরসমস্যা প্রতিরোধ ও দুর্গন্ধের জন্যদায়ী ইস্টের প্রকোপ দূরকরতে দারুণ কার্যকর।দ্রুত গন্ধ কমায় বেকিংসোডা। ১/২ কাপ বেকিংসোডা বাথটাবের পানিতে মিশিয়ে নিন, এরপর এতে শরীর ডুবিয়েবসে থাকুন। সেটাসম্ভব না হলে পানিতেবেকিং সোডা মিশিয়ে সেইপানি দিয়ে গোপন গন্ধধুয়ে নিন। ১৫/২০ মিনিট পরচাইলে আবার পরিষ্কার পানিদিয়ে ধুয়ে নিতে পারেন।
৬) নিমের পাতাও ইস্টইনফেকশন দূর করে গোপনঅঙ্গের দুর্গন্ধ Secret ingredient bad smell কমায়। পানিতেনিম পাতা ফুটিয়ে নিন। সেইনিম পাতা ফুটানো পানিঠাণ্ডা করে প্রতিদিন এটাদিয়ে গোপন অঙ্গ ধুয়েনিন।
৭) গোপন অঙ্গের দুর্গন্ধদূর করতে প্রতিদিন অন্ততদুই কাপ টক দইখান। ফলাফলেনিজেই বিস্মিত হবেন।
সূত্র: সাজঘড়