Related Posts Plugin for WordPress, Blogger...

পুরুষাঙ্গ নিয়ে কিছু সঠিক তথ্য জেনে নিন

গোঁড়া চিকন আগা মোটা পুরুষাঙ্গ
অনেক পুরুষের কাছে একটা কথা প্রায়ই শোনা, তা হল আমার পুরুষাঙ্গের গোঁড়া চিকন আগা মোটা এটা কিভাবে ঠিক হবে বা এতে কোন সমস্যা হবে কিনা ? এমনও শোনা যায় পুরুষাঙ্গ বাকা এর কি সমাধান আসলে ধরনের সমস্যা হয়ে থাকে অতিরিক্ত হস্তমৈথুনের কারনে গোঁড়া চিকন আগা মোটা পুরুষাঙ্গ যদিও তেমন সমস্যা নয় তবুও এটা যৌন মিলনে অসামঞ্জস্বতা সৃষ্টি করতে পারে আসুন দেখে নিই পুরুষাঙ্গ সম্পর্কে কিছু সঠিক তথ্য
পুরুষাঙ্গ নিয়ে কিছু তথ্যঃ
. পেনিসের গোঁড়া চিকন আগা মোটা এটা কোন সমস্যা নয় অপপ্রচারের ফলে সবারই এটা একটা ভুল ধারনা হয়ে গেছে
. পেনিস কখনই একেবারে সোজা হয়না একটু বাকা থাকেই

. গোঁড়া চিকন আগা মোটা বা বাঁকা পেনিস যৌনমিলনে কোন সমস্যার সৃষ্টি করেনা
. উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে 4.7 থেকে  6.3 ইঞ্চি। অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য .-. ইঞ্চি
. ক্ষুদ্র পেনিস বলতে .৭৬ ইঞ্চির চেয়ে ছোট পেনিস বুঝায় সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে
. বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যাথা পায় এমনকি সেটা যৌন আতঙ্কেও রুপ নিতে পারে
. তবে আপনার পেনিস যদি লম্বার সর্বনিম্ন 4 (চার) ইঞ্চিও হয়ে থাকে তাহলেও আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না। অনেকে আবার এও বলে থাকেন স্ত্রীকে অরগাজম দিতে মাত্র ইঞ্চি লম্বা পেনিস হলেই যথেষ্ট
. বড় পেনিস মানেই বেশি মজা, কথাটা ঠিক নয় আপনার ডিউরেশন কত সেটাই আসল স্বাভাবিক টাইম -১০ মিনিট
. কোন যাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয় এগুলা ভুয়া তবে সতেজ রাখার বা করার জন্য মালিশ বা ম্যাসেজ ব্যবহার করতে পারেন আমরা যেমন শরীরের ত্বক সতেজ রাখার জন্য সরিষার তেল বা অনান্য প্রসাধনী ব্যবহার করে থাকি
১০. পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন। একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না।

১১. স্ত্রী ছাড়াই পেনিস দাঁড়াইয়া যায় এমন কোনো কাজ যেমন: বেগানা নারীর দিকে তাকানো, অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন
১২. ৪০ দিনের মধ্য পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন
আপনার যৌন স্বাস্থ্য এর দিকে নজর দিন। এটাও আপনার শরীরেরই অংশ। গোঁড়া চিকন আগা মোটা পুরুষাঙ্গ তেমন সমস্যা না। তবে এই সমস্যা সমাধানে ডাক্তারের পরামর্শ নিতে পারেন


ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks