ঈদে জিটিভিতে ২১ চলচ্চিত্র
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জিটিভি প্রচার করবে ৭ দিনব্যাপি বিরতিহীন বিশেষ অনুষ্ঠানমালা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে জিটিভি এবারের ঈদে প্রচার করবে প্রতিদিন ৩টি করে মোট ২১টি বাংলা ছায়াছবি।
প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, দুপুর ১২টা ১০মিনিট এবং রাত ২টায় প্রচারিত হবে ছায়াছবিগুলো।
ঈদের দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে ‘প্রেমের তাজমহল’। এতে অভিনয় করেছেন- রিয়াজ, শাবনুর, রাজিব প্রমুখ। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে মতিউর রহমান পানুর পরিচালনায় ‘মনের মাঝে তুমি’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রিয়াজ, পূর্ণিমা, শংকরসহ আরও অনেকে। রাত ২টায় প্রচার হবে ‘ভন্ড প্রেমিক’। ছবিতে অভিনয় করেছেন- ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, এটিম শামসুজ্জামান প্রমূখ।
ঈদের ২য় দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে ‘তুমি আমার মনের মানুষ’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাসসহ আরো অনেকে। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ‘মিয়া বাড়ির চাকর’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাজ্জাক, শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে। রাত ২টায় প্রচার হবে চন্দন চৌধুরীর পরিচালনায় ‘কি যাদু করিলা’। এতে অভিনয় করেছেন- রিয়াজ, পপি, হুমায়ুন ফরিদী প্রমুখ।
ঈদের ৩য় দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে নার্গিস আকতারের পরিচালনায় ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন- আলমগীর, ববিতা, শাবনুর, মাহফুজ আহমেদ প্রমুখ। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘মোল্লাবাড়ির বউ’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রিয়াজ, শাবনুর, এটি এম শামসুজ্জামানসহ আরো অনেকে। রাত ২টায় প্রচার হবে নার্গিস আকতারের পরিচালনায় ‘কত যে আপন’। এতে অভিনয় করেছেন- ববিতা, সুচরিতা, আলমগীর, বাপ্পারাজ, শিল্পী প্রমুখ।
ঈদের ৪র্থ দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে জাকির হোসেন রাজুর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, এটি এম শামসুজ্জামান প্রমূখ। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ‘বউ শ্বাশুরীর যুদ্ধ’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাবনুর, ফেরদৌস, রিনা খানসহ আরও অনেকে। রাত ২টায় প্রচার হবে ‘স্নেহ’। এতে অভিনয় করেছেন- আলমগীর, শাবানা, সালমান শাহ, মৌসুমী প্রমুখ।
ঈদের ৫ম দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’। ছবিতে অভিনয় করেছেন- মান্না, শাবনুর প্রমূখ। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ‘বাংলার বউ’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফেরদৌস, মৌসুমীসহ আরও অনেকে। রাত ২টায় প্রচার হবে ‘মা বাবার স্বপ্ন’। এতে অভিনয় করেছেন- মান্না, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘বলোনা ভালোবাসি’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফেরদৌস, পূর্ণিমা, শাবনুর, শাকিল খানসহ আরও অনেকে। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ‘জিদ্দি ড্রাইভার’ এতে অভিনয় করেছে মান্না, পপি, মিশা সওদাগর প্রমুখ। রাত ২টায় প্রচার হবে ‘দুশমন দুনিয়া’। এতে অভিনয় করেছেন- মান্না, মৌসুমী, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের ৭ম দিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে নায়ক রাজ রাজ্জাকরে পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বাবা কেন চাকর’। ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, বাপ্পারাজ, কাজল, অমিত হাসান, শিল্পী প্রমূখ। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে নার্গিস আকতারের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মেঘলা আকাশ’। ছবিতে অভিনয় করেছেন- শাবানা আজমী, ফেরদৌস, মৌসুমী, শাকিল খান প্রমূখ। রাত ২টায় প্রচার হবে ‘ভালোবেসে বউ আনবো’। এতে অভিনয় করেছেন-রিয়াজ, শাবনুর, মিশা সওদাগর প্রমুখ।