Related Posts Plugin for WordPress, Blogger...

দাঁত সাদা করতে নারকেল তেলের ব্যবহার


নারকেলতেল সৌন্দর্যচর্চায় বেশ কার্যকরএটি শুধু চুলের জন্যইভালো না, প্রাকৃতিক এইউপাদান ত্বককে উজ্জ্বল করে, মরা কোষ দূর করে, ঠোঁট নরম করেএমনকি সাবান হিসেবেও এটিব্যবহার করা যায়তবে আপনি শুনলে অবাকহবেন, দাঁত সাদা করতেনারকেল তেল ব্যবহার করাযায়

নারকেলতেলে সৌন্দর্যচর্চায় কতটা কার্যকর, তারএকটি তালিকা প্রকাশ করাহয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে আপনিচাইলে এই পরামর্শগুলো একবারদেখে নিতে পারেন

দাঁত সাদা করতে নারকেলতেল :

এক টেবিল চামচ নারকেলতেলের সঙ্গে এক চাচামচ চিনি মিশিয়ে ১০মিনিট মুখে হালকাভাবে ম্যাসাজকরুন এবারমুখ ধুয়ে ফেলুনএটি ত্বকের মরা কোষদূর করে ত্বককে মসৃণকরে ও উজ্জ্বল করে

নারকেলতেলের সঙ্গে সামান্য লবণমিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজকরুন এটিব্রণ দূর করার পাশাপাশিত্বকের অন্যান্য সংক্রমণেরও সমাধান করে

নারকেলতেল টুথপেস্ট হিসেবে খুবই কার্যকর নারকেলতেলের সঙ্গে সামান্য লবণনিয়ে হাত দিয়ে দাঁতমাজুন প্রাকৃতিকএই টুথপেস্টটি দাঁত সাদা ঝকঝকে করে এবং জীবাণুহওয়া থেকে বাঁচায়আধা কাপ নারকেলতেলের সঙ্গে দুই টেবিলচামচ মোম দুইটেবিল চামচ শিয়া বাটারএকসঙ্গে মিশিয়ে অল্প আঁচেগরম করুন এবারএর মধ্যে দুই টেবিলচামচ আমন্ড অয়েল মিশিয়েচুলা থেকে নামিয়ে একটিসাবনের বাটিতে রেখে ঠান্ডাকরুন আপনিচাইলে ফ্রিজেও রাখতে পারেনএবার এই সাবান দিয়েনিয়মিত গোসল করুনএটি ত্বকের ময়েশ্চারাইজার ধরেরাখে

প্রতিদিনঘুমানোর আগে ঠোঁটে নারকেলতেল মেখে ঘুমানএতে ঠোঁটের শুষ্কতা দূরহওয়ার পাশাপাশি ঠোঁট হবে নরম মসৃণ ছাড়া ঠোঁটের কালচে ভাবওদূর হবে

যে ক্রিম বা লোশননিয়মিত ব্যবহার করেন, এর সঙ্গেসামান্য নারকেল তেল মিশিয়েমুখে লাগান এটিসূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনারত্বককে রক্ষা করবে

সুত্রঃntvbd.কম

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks