সাপের বাতাস ও অথ চর্মদাস সমাচার
স ম আজাদ
যন্ত্রপাতি সমেত কাঠের বাক্সসহ তোমাকে দেখিনা এইতো সেদিন থেকে
আমার চোখ তোমাকে খুঁজে প্রতিদিন কিন্তু তোমার জায়গাটি শূন্য
তোমার চোখ তোমার মুখাবয়ব জানান দিত
তোমার অসহায় নিম্নবর্গীয় অবস্থান
পুঁজোয়, পালাপার্বণে তোমার নিজের জন্য কেনা হতো না একটি নতুন লুঙ্গী
তোমার কর্মস্থল থেকে ঐতো দেখা যায় দৈত্যাকায় বিশ্বগ্রাসী বিশ্বরোড
ওখান দিয়ে প্রতিদিন যায়
হিনো, ভলভো, হুনদাই ইউনিভার্সাল, পাজেরো স্পোর্টস
আরো কত ব্র্যান্ডের শীততাপ নিয়ন্ত্রিত বাহন
কিন্তু তোমার অবস্থা যে তিমিরে ছিলো এখনো সেই তিমিরে
তোমার মুক্তির তরিকা সমাজতন্ত্রের অবস্থা এখন কাজির গরুর মতন
কেতাবে আছে গোয়ালে নেই
উদারনৈতিক উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে সারাদেশ
হঠাৎ একদিন দেখি তুমি অর্ধ-অচল অবস্থায়
স্ত্রীর কাঁধে হাত রেখে দুয়ারে দুয়ারে সাহায্যপ্রার্থী
তোমার স্ত্রীর করুণ আর্তি
ওনার সাপের বাতাস লাগছে ডাক্তার দেখামু
কিছু সাহায্য দেন
তোমাকে দেখে সেই সমীকরণটি মনে পড়লো
পুঁজিতন্ত্র
সমান
গৃহহীনতা, পুষ্টিহীনতা, বিচ্ছিন্নতা, বৈষম্য
অধিকাংশ জনগণের স্থায়ী দারিদ্র্য।।