![]() | ||
অ্যারিস্তোতল আমায় ব্যাথিত করে
স ম আজাদ
তোমায় দিয়ে রাজনীতি শাস্ত্র ঋদ্ধ
জনকের সম্মান তোমার প্রাপ্য
তোমায় দিয়ে জীববিজ্ঞান সমৃদ্ধ
প্রতিষ্ঠাতার সম্মান তোমার প্রাপ্য
জ্ঞানতত্ত্বে তুমি মহাজ্ঞানী হিমালয় সম
কিন্তু হায়
দেমোক্রিতাসের পরমাণু তত্ত্বে তোমার অস্বীকৃতি
এবং
দাস প্রথায় তোমার নিরংকুশ স্বীকৃতি
আমায় ব্যথিত করে।