প্রিয় একটি গানঃ-লাল মাটির সরানেমন আমার রইল পড়ে জামবনে আর নদীর পাশে নীল আকাশেসেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠিবীরভূমের বিটিলো বল না কি সাধ মিটিলোনা পেলি আমায় আর তোকেও আমি পেলাম নাঝড়ে আম কুড়োয় এখনও কোন দস্যি ছেলেআমার আর রাখাল সাজা হল না।লাল মাটির সরানেপায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলোফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলোগেঁইয়ো নদী ডাকছে আমায় বুকের ভেতর কান্না পাথর আমার আর রাখাল সাজা হল