মন খারাপ হলে কুয়াশা হয়
কিছু লিখব বলে এডিটার খুলে বসেছি কিন্তু কি লিখব জানি না। কিছু আঁকিবুকি কাটা যাক।
মন খারাপ হলে নাকি কুয়াশা হয় আর ব্যাকুল হলে তিস্তা। আমি কখনও তিস্তা দেখিনি। কুয়াশা দেখি। গভীর ঘন কুয়াশা। এক হাত দূরে চোখ চলে না এমন কুয়াশা। চোখের সামনে বিছিয়ে থাকে ঘন আস্তরনের মত। যেদিকে তাকাই সেদিকেই কুয়াশা। ঘন। গভীর। ভয় লাগে। হোঁচট খাওয়ার ভয়, কারও সাথে ধাক্কা লাগার ভয়। সামনে কি তিস্তা ? তিস্তায় কত জল ?
এমুপরীর