আধখানা চাঁদ রেখে এলাম তোমার জানালায়
অর্ধেক তার আমার সঙ্গে এলো
তোমার গান শুনবে বলে ছড়িয়ে ছিটিয়ে জোছনা বসে আছে
পূবের বারান্দায়, দক্ষিণের জানালায়, মাদুরকাঠির পাটিতে
আর অগোছালো শয্যায়...
গাইবে কি একটা গান?
আনমনে, অকারণে...
নিয়ম মেনে আধখানা চাঁদ আমার সঙ্গে এলো
একলা, না যেন ফিরি আমি ঘরে...