Related Posts Plugin for WordPress, Blogger...

Nodir Opare



নদীর ওপারে ঘন কুয়াশায়
কুশায়ার ফুল কুঁড়াতে এলে
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান
রচে ব্যবধান তোমার আমার,
রচে ব্যবধান দুই বাংলার
তাই কি এলে
ওপারের মেয়ে সব কাজ ফেলে
তাই কি এলে
কুয়াশার সেতু বাধবে বলে
তাই কি এলে

রেলগাড়ি ওই চলে গেল শোন রাত্রি চিড়ে
কথা ডুবে গেলো অতল তিমিরে
অপলক তুমি চেয়ে আছ মুখে
অপরিচিতা
কুয়াশায় গড়া অলিক মানবী
কুয়াশাবৃতা
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া
মুহূর্ত যায় ছিঁড়ে
চলে গেলে গল্প-কায়া
পাগল হাওয়া
রক্তে জোয়ার হল দুর্বার
তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।

কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি
পাহাড় পড়ল টলে
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।


💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks