আমরা যত সবুজবাদী,
ঘাসে ফলাই ফুল।
নেত্রী যতই hot হোননা,
আমরা সবাই cool!
একবার যাই ডান দিকেতে,
পরক্ষণেই মাও।
যতসামান্য সুযোগ পেলেই
খাবলে মারি দাঁও।
রাজনীতি তো রাজার কম্ম,
পাবলিক খায় ঘোল।
দিল্লী বলে দাঙ্গা লাগাও,
বঙ্গে যখন Poll!
লক্ষ্য এখন লাল বাড়ী টা,
দিদি বলছেন quick!
আর কিছুদিন, ব্যাস তারপর,
সাংবিধানিক "পুঁইক"।
(উপরে "পুঁইক" অর্থে বহু-চর্চিত ও স্বনামধন্য ভুভুজেলা-র শব্দের বঙ্গীয় সংস্করন বিশেষ! )