মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র
চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারবাহিকতা বজায় রাখতে রেজানুর রহমান এবার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র’।
সমসাময়িক ঘটনার ওপর নির্মিত নাটকটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তার সাথে রয়েছেন ভীট সুন্দরী হাসিন, মডেল তারকা রাকা, কে এম মহসীন, মাহবুবা রেজানুর, সুকর্ন হাসান, মিন্টু সরদার সহ গ্রুপ থিয়েটারভুক্ত বিভিন্ন নাট্যসংগঠনের এক ঝাঁক কর্মী।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে ‘মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র’ নাটকটি প্রচার হবে।