বিশ্বে দ্বিতীয় এবং বাংলাদেশে প্রথমবার এর মত সম্পুর্ন মোবাইল ক্যামেরায় নির্মিত পুর্নদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলাদেশ এক্সপ্রেস। iphone 4s দিয়ে সম্পুর্ন চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে। এই চলচ্চিত্রের গল্পটি সমসাময়িক সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের টিনএজ দের লাইফস্টাইল এই সিনেমায় তুলে ধরা হয়েছে।
এস.এম.সুজনের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছে একঝাঁক তরুন অভিনয় শিল্পীরা। যাদের মধ্যে অধিকাংশই দীর্ঘদিন থিয়েটার এর সাথে জড়িত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌহিদুল ইসলাম সাব্বির ও কাকন ঘোষ। এছাড়া আন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আর.এইচ রানা, সেঁজুতি, মোঃ কবির সহ আরো অনেকে।