জীবনের অসুস্থ সময়ে,
মগজের অস্থিরতায় সেবা দিতে,
ভালোবাসা চাইনি...
চেয়েছিলাম কঠোরতাকে,
মনুষ্যত্বের চিরকাঙ্ক্ষিত বিশ্বাসকে,
আরও কত কি...
এসব কিছুর সাক্ষী নিদ্রাহীন মধ্যরাত,
বরষার কালো আকাশ,
লবণাক্ত চোখের জল কষ্টে কুঁকড়ে যাওয়া হৃদয়,
যন্ত্রণার উত্তাল স্রোত,
ভালোবাসাহীন জমাট ঘৃণা কবিতার বিনাশ,
ছোট্ট এক টুকরা আগুন,
যা দিয়ে ধ্বংস করা যায় অশুদ্ধ মানবতা,
বিষাক্ত ভবিষ্যৎ...
শেষে অফুরান ভালবাসা...
শুধুই ভালবাসা...
💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏
💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏