টালির চৌচালা দাঁড়িয়ে আছে মাটির দেওয়ালে ভর করে। দেওয়ালের তিন দিন ঝকঝকে তকতকে গোবর নিকোনো আর একদিকের দেওয়াক জুড়ে আদিবাসী বধুর চিত্র পরিকল্পনা। তার টুকরো টুকরো সুখ, বছর জুড়ে ছেঁড়া কাপড়ের মত লেপ্টে থাকা সমস্ত দু:খকে একপাশে সরিয়ে রেখে মন-প্রাণ ঢেলে সে তার মেটে দেওয়ালখানিকে সাজিয়েছে মনের সমস্ত মাধুরী ঢেলে। হাতে তৈরি সব রং, হাড়ির তলার কালি, গাছের পাতার রসে সবুজ, পোড়ানো ইটের গুড়োয় তৈরি লাল আর আরও সব রং