তিতাস কোনো নদীর নাম নয়
[বন্ধুবর অরিন্দম চক্রবর্তীর অনুরোধে স্বাতী গঙ্গোপাধ্যায় সম্পাদিত ওয়েবপত্রিকা মৈত্রেয়ী-র শারদসংখ্যার জন্যে লিখতে বসে লিখে ফেলি এই গল্পটি। প্লটটি মাথায় ছিলই। বহুদিন ধরে ওই গল্পের মধ্যেই বাস করছিলাম যেন। যেটুকু দেখতে পাচ্ছিলাম তার সবটুকু লিখতে পারিনি, সে আমার অপারগতা। মৈত্রেয়ীর কোন আর্কাইভ না থাকায় গল্পটি এখন আর ওয়েবে নেই। ব্লগে তুলে রাখলাম লেখাটি।]
ঘুমের মতন নীরবে নদী
যায়, বয়ে যায়৷৷
দু'কূলে