Related Posts Plugin for WordPress, Blogger...

ক্ষমা কর হজরত


কাজী নজরুল ইসলাম

তোমার বাণীরে করিনি গ্রহন ক্ষমা কর হজরত
ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ
ক্ষমা কর হজরত।
বিলাস বিভব দলিয়াছো পায়, ধুলি সম তুমি প্রভু
তুমি চাহ নায়, আমরা হইবো বাদশা নওয়াব কভু।
এই ধরণীর ধন সম্ভার, সকলের তাহে সম অধীকার
তুমি বলে ছিলে, ধরনীতে সবে সমান পুত্র বত
ক্ষমা কর হজরত।
তোমার ধর্মে অবিশ্বাসিদের তুমি ঘৃনা নাহি করে
আপনি তাদের করিয়াছ সেবা, ঠায় দিয়ে নিজ্ ঘরে।
ভিন র্ধমির পুজা মন্দির, ভাঙ্গীতে আদেশ দাও নিহে বীর,
আমরা আজিকে সহ্য করিতে পারি নাকো পর মত,
ক্ষমা কর হজরত।
তমি চাহ নায় র্ধমের নামে গ্লানি কর হানহানি,
তলোয়ার তুমি দাও নায় হাতে, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি র্ধমান্ধাততা।
বেহেসত্ হতে ঝরে নাক আর তাই তব রহমত।
তোমার বাণীরে করিনি গ্রহন, ক্ষমা কর হজরত।
ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ
ক্ষমা কর হজরত।

বি: দ্র: কবিতা টা আবৃতি শুনে লেখা। কোন ভুল থাকলে অনুগ্রহ করে জানা।

আবৃতি
---------------------


Get this widget | Track details | eSnips Social DNA

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks