মনের সব আশা মুছে গেল,
কোথা থেকে একটা দমকা বাতাস
অনেক যত্নে বোনা স্বপ্ন গুলো,
সব ছড়িয়ে ছিটিয়ে, এলোমেলো করে দিল
নতুন করে সংসার পাতবে
নিপাট করে ঘর গোছাবে,
সন্ধ্যা বেলা তুলসী তলায় আলো জ্বালবে,
আর অপেক্ষা করে থাকবে তার আসার
ক্লান্ত হয়ে যখন ফিরবে সে
প্রথমে হাত মুখ ধোবার জল ,
তার পর দুধ মুড়ির বাটি,
অনেক যত্নে বোনা স্বপ্ন গুলো
অনেক পড়ে, অনেক খেটে
একটা চাকরি, হোক না পুলিশের
কথা ছিল সামনের মাঘে
নিয়ে যাবে নিজের ঘরে
কোথা থেকে দমকা একটা বাতাস
সব উলটে দিল , পালটে দিল
পরিবর্তনের হাওয়া, সব কেড়ে নিল
অনেক যত্নে বোনা স্বপ্ন গুলো
মাত্র একটা গুলি
জলজান্ত মানুষ টা এখন লাশ
গরীবের, সবে চাকরি পাওয়া ছেলেটা
এখন শ্রেনীশত্রু, একটা লাশ
মহান (!) বিপ্লবীদের শ্রেনীশত্রু
জলজান্ত মানুষ টা এখন লাশ
সাঁকরাইওলের থানায় গড়ায়
সবে চাকরি পাওয়া ছেলেটার লাশ
পরিবর্তনের হাওয়া, সব কেড়ে নিল
সব উলটে দিল , পালটে দিল
অনেক যত্নে বোনা স্বপ্ন গুলো,
মহান (!) বিপ্লবীদের গুলিতে একটা লাশ
সাঁকরাইওলের থানায় গড়ায়, সবে চাকরি পাওয়া ছেলেটার লাশ