আকাশে তখন দলা পাকাচ্ছে মেঘ-
নীথর দেহের উপর ডুকরে মেয়ে,
দোষের মধ্যে কাস্তের সাথে তারা,
সীসের বুলেটে বিপ্লব এলো ধেয়ে।
দুইপাশে জমি মাঝখানে আলপথ,
কতগুলো ছায়া নিঃশ্চুপে পথ চলে;
জোনাকি আলোয় চিবুক যে টানটান,
সাম্যের কথা এই ছেলেগুলো বলে।
রাত কেটে গিয়ে আকাশের মুখ আলো-
ফাঁকা আলপথ - দুপাশের জমি ফাঁকা
এক ক্রোশ দূরে ছোট গ্রামটার হাটে,
সেই ছেলেগুলো কাফন দিয়েই ঢাকা।
নামজাদা নেতা মঞ্চ কাঁপান গানে,
খবরে শোনেন কবর খোঁড়ার কথা;
উড়লে নিশান কাস্তে - হাতুরি - তারা -
নেতা মোড়াবেন গনতন্ত্রের মাথা।
আসছে সেদিন, যেদিন সুর্য্য লাল-
কাস্তে-হাতুরি মানুষের হাতিয়ার-
ঐ আলপথে গর্জে উঠবে ধ্বনি,
আকাশের বুকে উড়বে লাল নিশান।