পারিষদ পরিবৃত উপবিষ্টা দিদিমনি,
করজোরে কহেন- ‘শুন সিদ্ধার্থ-মনি-
তুমি মহাগুরু Boss তুমিই শংকর
তুমিই এখন আপন, বাকি সব পর।
তুমি গুরু করেছিলে ফ্যাসিস্ট-সৃজন,
তোমার মহিমা আর কি করি বর্ণন?
পেশায় তুমি যে ওঝা, কভু বিষধর-
তব দংশনে ‘মাকু’ যাইত যমঘর।
কেমনে করিতে উহা কহ কৃপা করি..”
জিজ্ঞাসে কাতরকন্ঠে মমসুন্দরী।
তাঁর ব্যাকুলতা দেখি কহেন চূড়ামনি-
“শুন কথা মন দিয়া, শুন হে নাগিনী।
তোমা সমা বিষধর, কেহ নাহি বঙ্গে-
সততার Cold Cream মাখি রেখো অঙ্গে।
ঢেলো বিষ মাপ করি উনিশ বা বিশ;
তাহলেই ‘লালী’-রা হইবে finish.
গাছে তুলি মই কাড়ার habit রাখিও
সুব্রত-সুদীপ হেরী বাকীটা শিখিও।
সুযোগে যত পারো Committee গড়ো
ছত্র-মাওবাদীরে কহ হার্মাদ মারো।
স্নৃতি কম জনতার, মনে রাখেনা কিছু
চালাও সন্ত্রাসরাজ, চাহিও না পিছু।
সুশীল –স্বজন যত, আছে তব সাথে-
তাহাদেরও রাখিও দুধে আর ভাতে।"
একথা কহিয়া তিনি করিলেন গমন-
দিদি-র মুখেতে খেলে গুল-বাহারেঁ-চমন।