আমাদের দাবি একটাই
পথে হাটো আমাদের সাথে
পথে নামাই একমাত্র পথ
কালো মানুষের ভিড়ে
আমার আমিকে হারিয়ে
মুক্ত সুরে, মুক্তির গান গেয়ে
আমাদের দাবি একটাই
পথের শেষ নাই বা দেখলে
হয়তো পথেই শেষ হবে আমাদের পথ
হয়তো অনেক পথ হাঁটা বাকি থেকে যাবে
তবুও
আমাদের দাবি একটাই
যতটা হাঁটা শেষ করবো
রোদে মিশে
কালো মানুষের ভিড়ে
নতুন দিনের শিশুটি যেন সেখান থেকেই তার পথ শুরু করে।