আমরা যারা জেগে থেকেও স্বপ্ন খুঁজি,
আমরা যারা রাতদুপুরেও সূর্য বুঝি,
আমরা যারা রোজ দুবেলা বাঁচতে গিয়ে,
ভুলেই গেছি সেসব দুপুর-
যখন নাকি স্বপ্ন মানে তুমি-ই ছিলে,
আমরা যারা রাতদুপুরেও সূর্য বুঝি,
আমরা যারা রোজ দুবেলা বাঁচতে গিয়ে,
ভুলেই গেছি সেসব দুপুর-
যখন নাকি স্বপ্ন মানে তুমি-ই ছিলে,
যখন নাকি স্বপ্ন মানে লাল নিশানে,
যখন শুধুই স্লোগান তোলা হাজার গলায়,
যখন শুধু মিছিল ছিল তোমার ভাষা,
যখন হাজার পায়ের দাপট পাহাড় টলায়,
ভুলেই গেছি একসাথে সেই ভাবতে শেখা,যখন শুধুই স্লোগান তোলা হাজার গলায়,
যখন শুধু মিছিল ছিল তোমার ভাষা,
যখন হাজার পায়ের দাপট পাহাড় টলায়,
ভুলেছি আজ প্রশ্ন তোলার সব অভ্যেস,
ভুলেই গেছি হিসেব বোঝার তীব্র তাগিদ,
সব ভুলেছি -
শুধু জানি, ফিরতে হবে...
শুধু জানি ভুললে আমার চলবে না আর,
শুধু জানি মিছিল আজো ডাক দিয়ে যায়,
তাইতো আজও রাতদুপুরে সূর্য বুঝি,
সূর্য বুঝি মিছিল জোড়া লাল পতাকায়।
শুধু জানি মিছিল আজো ডাক দিয়ে যায়,
তাইতো আজও রাতদুপুরে সূর্য বুঝি,
সূর্য বুঝি মিছিল জোড়া লাল পতাকায়।