Related Posts Plugin for WordPress, Blogger...

ক্ষুদ্র জীবন ~ দীপক কুমার পাল


একটাই জীবন
দৈনিক চাহিদা অতি সামান্য
তবুও সারা জীবন কাটে
পর্যবেক্ষন সংগ্রহ আর সংরক্ষনে
কমিউনে গড়ে তোলে খাদ্য ভান্ডার
এতদসত্ত্বেও শরীরে তাদের পুষ্ঠির অভাব
জগৎ সংসারে নিতান্তই বেচারা
চাহিদা যাদের কম
ভবিষৎ শঙ্কায় নিরন্তর কাঁপে বুঝি তারাই
পিঁপড়েদের বিশালাকার কমিউনে
যুথবদ্ধ পিঁপড়েরা সংখ্যায় অগুন্তি
একটি আস্ত হরিণ ভক্ষন করে নিমেষে
তাদের এ হেন আচরণে
তাচ্ছিল্য দুরস্ত, অতি ক্ষুদ্র হলেও
বৃহৎ প্রাণীরা তাদের রীতিমত সমঝে চলে... 
 

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks