Related Posts Plugin for WordPress, Blogger...

বেকারের আলপনা ~ অনির্বাণ ঘটক


বিপ্লব তুমি ফিরে এসো খোলা চুলে,
বিপ্লব তুমি ফিরে এসো বারবার,
দেশকাল মোছে স্নানের জলের মত,
বিপ্লব তুমি এখনও নির্বিকার?

কেউ বলে, কবি ফুলের গল্প লেখো,
কেউ বলে কবি নিশুতি রাতের প্রেম,
কবি একমনে এঁকে চলে তার লেখা,
রাস্তায় পড়ে রক্ত কমরেডের...

বিপ্লব তুমি রক্তের সাথে এসো,
বিপ্লব এসো জোয়ার ভাটার সাথে,
বিপ্লব তুমি চৌরাশিয়ায় এসো,
বিপ্লব এসো স্লোগানবদ্ধ হাতে,

ফেলে গেছি মায়া, ভুলে গেছি বহুকাল,
তোর সাথে দিন, আগোছালো, দিশাহীন,
ফের যদি তোকে আলগোছে ডেকে নিই,
বিপ্লব, তুই আসবি তো সেইদিন?

বহুদিন হল স্তব্ধ পেপারব্যাক,
রুটি-রুজি মায়া দুর্বিপাকের জাত,
পিছু ফেরবার চেষ্টাও প্রাণপণ,
(শুধু) মুখ চেপে ধরে শাসকের কালো হাত,

এবার ভুলবো পিছু ফেরবার টান,
এবার রক্ত শিরাতে ও ধমনীতে,
এবার মিছিল শেষ যুদ্ধের শুরু,
বিপ্লব, তোকে আসছি আমরা নিতে...

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks