ছেলে খুব একরোখা বিপ্লবী কট্টর।
কার কথা বলছো গো? শ্রী সুমন চট্টোর?
"চট্টো" না, বেমালুম সেজেছে "কবীর" সে।
গল্পের গরু চড়ে বৃক্ষের শীর্ষে!
M.P. LAD-এর টাকা ভাগ-বাঁটোয়ারাতে
গোলমাল করেছে সে, তাই তাকে তাড়াতে ...
এতদিনে তার গায়ে মাওবাদী গন্ধ
খুঁজে পেল ক্যাপ্টেন শ্রী সুদীপ বন্দ্যো!
আসলে যে কি ঘটেছে পারছে না বলতে।
"স্বজন"এর ঝাঁকে শিবরাত্রির সলতে,
শ্রী সুমন খেটেখুটে বানালেন জমিটি।
অন্যে বাগিয়ে নিল যত রেল কমিটি!
মা মাটি ও মানুষের বিন্দাস ভাষ্য ...
মেয়াদী লাভের লোভে করেছিল দাস্য।
আহা, ইদানিং ব্যথা পেয়েছে সে কত না!
নিকারাগুয়ায় গেলে এরকম হতনা।
ভাগটা নিখুঁত চাই, প্রতি পাই পয়সার।
ওই তৃণমূলে আর নয় জল ... নয় সার!
মা মাটি মানুষ ফাঁকি ... রোজগারই মোক্ষ ...
দিদিই প্রমান তার অতি প্রত্যক্ষ।
সকলেই জানে তিনি খুশি নন অল্পে ...
কোটি টাকা লেনদেন ... প্রতিটি প্রকল্পে ...
পার্থরা দরজার খুলে দিয়ে পাল্লা,
দু'হাতে মারছে ঢিল, তবু ইনসাল্লা,
চামচারা যত তাকে দশ নখে খামচায়
কবীর সুমন আজ দাস্যের দাম চায়!
এমপি খেতাব গেছে কোনওমতে ছোঁয়া রে।
শুয়োরটি থেকে যাবে শুয়োরেরই খোঁয়াড়ে!
কার কথা বলছো গো? শ্রী সুমন চট্টোর?
"চট্টো" না, বেমালুম সেজেছে "কবীর" সে।
গল্পের গরু চড়ে বৃক্ষের শীর্ষে!
M.P. LAD-এর টাকা ভাগ-বাঁটোয়ারাতে
গোলমাল করেছে সে, তাই তাকে তাড়াতে ...
এতদিনে তার গায়ে মাওবাদী গন্ধ
খুঁজে পেল ক্যাপ্টেন শ্রী সুদীপ বন্দ্যো!
আসলে যে কি ঘটেছে পারছে না বলতে।
"স্বজন"এর ঝাঁকে শিবরাত্রির সলতে,
শ্রী সুমন খেটেখুটে বানালেন জমিটি।
অন্যে বাগিয়ে নিল যত রেল কমিটি!
মা মাটি ও মানুষের বিন্দাস ভাষ্য ...
মেয়াদী লাভের লোভে করেছিল দাস্য।
আহা, ইদানিং ব্যথা পেয়েছে সে কত না!
নিকারাগুয়ায় গেলে এরকম হতনা।
ভাগটা নিখুঁত চাই, প্রতি পাই পয়সার।
ওই তৃণমূলে আর নয় জল ... নয় সার!
মা মাটি মানুষ ফাঁকি ... রোজগারই মোক্ষ ...
দিদিই প্রমান তার অতি প্রত্যক্ষ।
সকলেই জানে তিনি খুশি নন অল্পে ...
কোটি টাকা লেনদেন ... প্রতিটি প্রকল্পে ...
পার্থরা দরজার খুলে দিয়ে পাল্লা,
দু'হাতে মারছে ঢিল, তবু ইনসাল্লা,
চামচারা যত তাকে দশ নখে খামচায়
কবীর সুমন আজ দাস্যের দাম চায়!
এমপি খেতাব গেছে কোনওমতে ছোঁয়া রে।
শুয়োরটি থেকে যাবে শুয়োরেরই খোঁয়াড়ে!