Related Posts Plugin for WordPress, Blogger...

জবাবদিহি ~ অনামিকা

ওরা নয় তত যুক্তিনিষ্ঠ ...
তাইতো পায়ের তলায় পিষ্ট!
আদৌ মরতে হত কি ওদের,
ট্রেনে না চাপত যদি?
ছোট মুখে বড় করিস তর্ক।
জনগণ কেন নয় সতর্ক?
ট্রেন ছেড়ে যাবে ... যাকনা বাছারা ...
মন্ত্রীর থাক গদী!

মরে গেল যারা অকৃতজ্ঞ।
পণ্ড করতে চাইছে যজ্ঞ।
ট্রেন প্ল্যাটফর্ম পালটানো মানে ...
"পরিবর্তন" সেটাও!
যারা সোজা কথা বুঝতে চায়না,
তারা সিপিএম, নোংরা হায়না,
মৃত্যু ওদের সঠিক প্রাপ্য ...
সেই পাওনাটি মেটাও।

রেলের যাত্রী, তোদের জন্য
কমিটির মাথা শুভাপ্রসন্ন!
স্বর্গযাত্রা ভরপুর হোক ...
সুখে আর স্বাচ্ছন্দে!
অর্ধলক্ষ মাসের মাইনে,
উঁহু ... কোনও কথা শুনতে চাইনে
তোরাও তো পাবি ওই টাকাটাই ...
মরলে ... পরমানন্দে!

পরিবর্তন চাইছি আমরা।
রঙ পালটাল রেলের কামরা ...
শেষ মুহূর্তে প্ল্যাটফর্মেরও
বদল ঘটতে পারে।
সবাই বলছে ... "প্রিয় মমতাজী
তুমি চাইলেই প্রাণ দিতে রাজি"!
একটা বা দুটো মৃত্যুতে তাই
লজ্জা লাগছে না রে!

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks